বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড বরাদ্দে দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁওয়ে কলম কথা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলে জাতীয় শিশু দিবস পালন প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা ঠাকুরগাঁওয়ে দু’লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-৩ আসনে লাঙ্গল বিজয়ী ঠাকুরগাঁও ব্লাড ডোনেশন ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি জয় সম্পাদক মুন্না দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
  • হালনাগাদ সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৬৯ বার
একই ওভারে জোড়া উইকেট নেয়ার পর খালেদ আহমেদের উদযাপন

সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনেই বাংলাদেশ অলআউট হয় ২৩৪ রান তুলে। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করে উইন্ডিজ। শনিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দলীয় ১০০ রানে প্রথম উইকেট হারানোর পর ৩৮ ও ৩৯ ওভারে মাত্র ২ রানের ব্যবধানে ৩টি উইকেট তুলে নেয় টাইগাররা।

আগের দিনে ৩২ রানে অপরাজিত থাকা জন ক্যাম্পবেলকে ৪৫ রানের মাথায় ফেরান পেসার শরিফুল ইসলাম। শরিফুলের করা শর্ট বলটি ঠিকঠাক সামলাতে না পেরে জন ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের কাছে।

ক্যাম্পবেল ফিরলেও অর্ধশতক পূর্ণ করেন আগের দিনে ৩০ রানে অপরাজিত থাকা ক্রেইগ ব্র্যাথওয়েট। তবে লম্বা করতে পারেননি ইনিংসটি। ৫১ রানেই মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় ক্যারিবীয় অধিনায়ককে।

মিরাজের পরই জোড়া আঘাত হানেন খালেদ আহমেদ। ২২ রান করা রেইমন রেইফারকে বোল্ড করে সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার। একই ওভারের শেষ বলে এনক্রুমাহ বোনারকেও বোল্ড করে ফিরিয়েছেন রানের খাতা খোলার আগেই।

আর এরই সঙ্গে দ্বিতীয় দিনের প্রথম সেশনে দ্রুত ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ। অন্যদিকে, ১৩২ রানের মাথায় ৪টি উইকেট হারিয়ে স্বাগতিকরা এখন বিপদেই আছে বলা যায়। লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ১৩৭ রান।

অর্থাৎ বাংলাদেশের প্রথম ইনিংস টপকাতে ক্যারিবীয়দের দরকার আরও ৯৭ রান। উইকেটে রয়েছেন কাইল মায়ার্স ৪ রানে ও জার্মেইন ব্ল্যাকউড ২ রানে।

এর আগে শুক্রবার প্রথম দিনেই মাত্র ৬৪ ওভার ২ বল খেলা বাংলাদেশ দল গুটিয়ে যায় ২৩৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। এছাড়া তামিম ইকবাল করেন ৪৬ রান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। জার্নাল আই ২৪ |
themesba-lates1749691102