বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড বরাদ্দে দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁওয়ে কলম কথা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলে জাতীয় শিশু দিবস পালন প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা ঠাকুরগাঁওয়ে দু’লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-৩ আসনে লাঙ্গল বিজয়ী ঠাকুরগাঁও ব্লাড ডোনেশন ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি জয় সম্পাদক মুন্না দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

সাবেক স্ত্রীর ওড়নায় ঝুলছিল যুবকের মরদেহ

জার্নাল আই ২৪ ডেস্ক
  • হালনাগাদ সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৭৫ বার

গাজীপুরের কালীগঞ্জে গলায় সাবেক স্ত্রীর ওড়না প্যাঁচানো অবস্থায় নাদিম মোড়ল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম মিয়া।

নিহত নাদিম জামালপুর ইউনিয়নের সুপার গ্রামের খোরশেদ মোড়লের ছেলে। তিনি রাজধানী ঢাকায় ট্রাকের সহযোগীর কাজ করতেন।

এসআই শামীম মিয়া জানান, নিহত ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।

নিহতের বড় ভাই নাঈম মোড়ল বলেন, বছর তিনেক আগে চাচাতো বোনের সাথে প্রেম করে বিয়ে হয়। এরপর পারিবারিকভাবে বনিবনা না হওয়ায় ৬ মাস আগে স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আগে সিএনজিচালিত অটোরিকশা চালালেও স্ত্রী চলে যাওয়ার পর ঢাকায় ট্রাকের হেলপারি করত। তবে তাদের মধ্যে ছাড়াছাড়ি হলেও টেলিফোনে যোগাযোগ ছিল।

তিনি আরো বলেন, গত শুক্রবার (২৪ জুন) রাতে ঢাকা থেকে বাড়ি আসে নাদিম। শনিবার (২৫ জুন) রাতে রাতের খাবার খেয়ে বাড়ির উঠানে পায়চারি করছিল। এসময় মা ঘুমানোর কথা বললেও মাকে ঘুমোতে যেতে বলে এবং সে পরে ঘুমাবে বলেও জানায়। কিন্তু রবিবার (২৬ জুন) সকালে কালীগঞ্জ-দোলান বাজার সড়কের পাশে চুপাইর এলাকার সাদেক মোড়লের পরিত্যক্ত টিনসেট ঘরের আড়ার সাথে সাবেক স্ত্রীর ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। জার্নাল আই ২৪ |
themesba-lates1749691102