মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড বরাদ্দে দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁওয়ে কলম কথা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলে জাতীয় শিশু দিবস পালন প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা ঠাকুরগাঁওয়ে দু’লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-৩ আসনে লাঙ্গল বিজয়ী ঠাকুরগাঁও ব্লাড ডোনেশন ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি জয় সম্পাদক মুন্না দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা।

স্পোর্টস ডেস্ক
  • হালনাগাদ সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৭৪ বার

গত বছর আচমকা করোনাভাইরাস বেড়ে যাওয়ায় পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের একটি বাকি রেখে সিরিজ শেষ করেছিল ভারত-ইংল্যান্ড। এজবাস্টনে আজ (১লা জুলাই) সেই টেস্টেই মুখোমুখি হয়েছে দুই দলই।

তারই মধ্যে সামনের সপ্তাহ থেকে শুরু হওয়া দুই দলের রঙিন পোশাকের সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। আজ ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এইউন মরগানের অবসরের পর রঙিন পোশাকে এটি ইংলিশদের প্রথম কোনো সিরিজ। এই সিরিজ দিয়ে সাদা বলের ক্রিকেটে ইংলিশদের হয়ে পাকাপাকিভাবে দায়িত্ব বুঝে নেবেন জস বাটলার।

এদিকে এই সিরিজ দিয়ে দীর্ঘ ১ বছর পর ওয়ানডে দলে ফিরছেন বেন স্টোকস। ইংলিশদের টেস্ট অধিনায়ক স্টোকস ঠিক এক বছর আগে জুলাইয়ে খেলাটি থেকে বিরতি নিয়েছিলেন। গত বছরের জুলাইয়ে স্টোকসের খেলা শেষ তিন ম্যাচে অবশ্য অধিনায়কত্ব করেছিলেন এই অলরাউন্ডার।

৭ জুলাই থেকে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এরপর ১২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারেন, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, ম্যাথু পার্কিনসন, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, ডেভিড উইলি।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, ব্রাইডেন কার্সে, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পার্কিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, ডেভিড উইলি, বেন স্টোকস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। জার্নাল আই ২৪ |
themesba-lates1749691102