গত বছর আচমকা করোনাভাইরাস বেড়ে যাওয়ায় পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের একটি বাকি রেখে সিরিজ শেষ করেছিল ভারত-ইংল্যান্ড। এজবাস্টনে আজ (১লা জুলাই) সেই টেস্টেই মুখোমুখি হয়েছে দুই দলই।
তারই মধ্যে সামনের সপ্তাহ থেকে শুরু হওয়া দুই দলের রঙিন পোশাকের সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। আজ ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এইউন মরগানের অবসরের পর রঙিন পোশাকে এটি ইংলিশদের প্রথম কোনো সিরিজ। এই সিরিজ দিয়ে সাদা বলের ক্রিকেটে ইংলিশদের হয়ে পাকাপাকিভাবে দায়িত্ব বুঝে নেবেন জস বাটলার।
এদিকে এই সিরিজ দিয়ে দীর্ঘ ১ বছর পর ওয়ানডে দলে ফিরছেন বেন স্টোকস। ইংলিশদের টেস্ট অধিনায়ক স্টোকস ঠিক এক বছর আগে জুলাইয়ে খেলাটি থেকে বিরতি নিয়েছিলেন। গত বছরের জুলাইয়ে স্টোকসের খেলা শেষ তিন ম্যাচে অবশ্য অধিনায়কত্ব করেছিলেন এই অলরাউন্ডার।
৭ জুলাই থেকে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এরপর ১২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারেন, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, ম্যাথু পার্কিনসন, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, ডেভিড উইলি।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, ব্রাইডেন কার্সে, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পার্কিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, ডেভিড উইলি, বেন স্টোকস।