ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূলী বাজারের উত্তরে পেট্রোল পাম্পের সামনে ট্রাক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে খলিলুর রহমান খলিল (৬০) ও পারভেজ (৩০) দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
নিহত খলিলুর রহমান সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খালিশাপুরি পোস্ট অফিস এলাকার মৃত আব্দুল হকের ছেলে ও পারভেজ সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কাদেরুল ইসলামের ছেলে (৩০)।
আহতরা হলেন-পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাপুরাপড়ার মৃত শাহ আলমের ছেলে আক্তার হোসেন (৩৫), একই উপজেলার সইমনপাড়া গ্রামের জাহিরুল ইসলামের ছেলে সুপিয়ার রহমান (৪০), মাঝগ্রামের ফয়জুল ইসলামের ছেলে আজিজুর ইসলাম (৪৫) ও আজিজুর ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম বলেন, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল একটি থ্রি-হুইলার এবং ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি ট্রাক। এসময় ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক ও থ্রি-হইলারের বিপরীতমুখী সংঘর্ষ হলে ত্রি-হহুলারে থাকা খলিলুর রহমান খলিল ঘটনাস্থলেই মারা যান ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ (৩০) মারা যান।
এছাড়াও থ্রি-হুইলারে থাকা আরও চার যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি হাইওয়ে থানা খতিয়ে দেখছে বলেও জানান তিনি।