মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বাসন্তী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা প্রদান ও অসৌজন্যমুলক আচারণ ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড বরাদ্দে দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁওয়ে কলম কথা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলে জাতীয় শিশু দিবস পালন প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা ঠাকুরগাঁওয়ে দু’লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত

সাম্প্রদায়িক হামলায় আওয়ামী লীগকে দোষারোপ করে যা বললেন ফখরুল

জার্নাল আই ২৪ ডেস্ক
  • হালনাগাদ সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৮৬ বার

দেশে নির্বাচনের সময় ঘনিয়ে এলেই আওয়ামী লীগ সাম্প্রদায়িক হামলা চালায় দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, অগণতান্ত্রিক এ সরকারের অধীনে সংখ্যালঘুরা কখনই নিরাপদ নয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে তিনি।

নড়াইলে সহিংসতার ঘটনায় গত ১৮ জুলাই বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত শনিবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তাদের সেই তদন্ত প্রতিবেদন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা বাড়ে। দেখা যায়, তাদের লোকেরাই সাম্প্রদায়িক হামলাগুলোর সঙ্গে সরাসরি যুক্ত থাকে।

যেসব সম্প্রদায়ে মানুষের সংখ্যা কম, স্বাধীনতার পর থেকেই সেগুলোর ওপর নির্যাতন চালানো হয়েছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, তাদের জমি দখল করে নেওয়া হয়েছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই সবচেয়ে বেশি এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা মনে করি- গণতন্ত্রের অভাবে এই সাম্প্রদায়িক সন্ত্রাস-হামলা করা হচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে দেশ থেকে তাড়িয়ে তাদের সম্পদ লুট করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য।

বুধবার প্রকাশিত জনশুমারির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেখানে আমরা হিসাব করি ১৮ কোটি মানুষ, সেখানে দেখানো হয়েছে ১৬ কোটি। এমনকি তারা নিজেরাই স্বীকার করেছেন, জনশুমারির এসব তথ্য সঠিক হয়নি। বাড়ি বাড়ি তারা যাননি।

এ সময় সংখ্যালঘু হামলার ঘটনায় বিএনপির তদন্ত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, নড়াইলের দিঘলীয়া গ্রামে ৭০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ। অথচ পুলিশের নাকের সামনে তাদের ওপর হামলা হলো। হামলায় ২২ পরিবার এবং ৯টি মন্দির ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন তিনি।

বিএনপির তদন্ত কমিটির প্রতিবে দনে বলা হয়, তদন্ত টিম মনে করে বিচারহীনতাই বারবার এদেশে একই ধরনের ঘটনা সংঘটিত হওয়ার পিছনে অন্যতম উৎসাহ হিসেবে কাজ করেছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে রাজনৈতিক ফায়দা লুটতে বারবারই হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানুষকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সময়ে তাদের বাড়িঘর ও মন্দিরে হামলা করা হয়েছে। নড়াইলের ঘটনাও আওয়ামী লীগ সৃষ্ট তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারনেই এই হামলা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকেই এই সহজ কাজটিই বারবার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, অমলেন্দু দাস অপু ও নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। জার্নাল আই ২৪ |
themesba-lates1749691102