রাজধানীর কাফরুল এলাকায় হাসপাতালের সরঞ্জাম কেনাকেটায় অনিয়মের অভিযোগের বিষয়ে রিপোর্ট করতে গেলে ডিবিসি নিউজের দুই সাংবাদিকের উপর হামলা চালায় ভিকটর ট্রেডিং কর্পোরেশনের স্বত্তাধিকারী কাওসার ভূঁইয়া ও তাঁর সহযোগিরা।
এ সময় রিপোর্টার সাইফুল জুয়েল ও ভিডিওগ্রাফার আজাদকে অবরুদ্ধ করে মারধোরের পাশাপাশি ক্যামেরার ভিডিও মুছে ফেলতে বাধ্য করে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২ আগস্ট) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষনিক তিনি গণমাধ্যমে বলেন, ‘‘ সাংবাদিক মারধরের ঘটনায় ভিক্টর ট্রেডিং করপোরেশনের কাওছার ভূঁইয়াসহ বেশ কয়েক জনকে থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।’’
পরে অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়।
উল্লেখ্য, ভিকটর ট্রেডিং কর্পোরেশন প্রতিষ্ঠানটি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া যাওয়ায় অনুসন্ধানে যায় ডিবিসি নিউজ।