ঠাকুরগাঁওয়ে স্কুল শেষে নদী পাড় হয়ে বাড়ি যাবার পথে নদীতে ডুবে এক স্কুল শিক্ষক নিখোঁজ হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ঠাকুরগাঁও আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি এলাকার ঘুরবসু বর্মণের ছেলে তৈলক্ষ্য বর্মণ আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা (ঘাটপাড়া) সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বিদ্যালয় ছুটির পর ঘাটপাড়া টাঙ্গন নদী পাড় হয়ে বাড়ি যাবার সময় নদীতে ডুবে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও ফায়ারসার্ভিস সূত্রে জানাগেছে, রংপুর থেকে ডুবুরি এসে তার খোঁজ করার কথা ছিল। কিন্তু সন্ধ্যা হয়ে যাবার কারণে আগামীকাল বৃহস্পতিবার ডুবুরির দল আসবে তাকে খোঁজ করতে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি(তদন্ত) বলেন,খবর পেয়ে আমরা ফায়ারসার্ভিস টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।