মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বাসন্তী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা প্রদান ও অসৌজন্যমুলক আচারণ ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড বরাদ্দে দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁওয়ে কলম কথা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলে জাতীয় শিশু দিবস পালন প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা ঠাকুরগাঁওয়ে দু’লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পাওনা টাকার দাবিতে বিক্ষোভ ও মহাসমাবেশ

জয় মহন্ত অলক
  • হালনাগাদ সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬২ বার

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে ঠাকুরগাঁও সুগার মিলস্ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে সুগার মিল এলাকায় প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সুগার মিলস্ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইব্রাহিম, রুস্তম আলীসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা ৫ দফা দাবি নিয়ে বলেন পাওনা বকেয়া গ্র্যাচুইটির অর্থ ২২ অক্টোবরের মধ্যে ১০০ পারছেন পরিশোধ করতে হবে।
বকেয়া গ্র্যাচুইটির টাকা ক্ষতিপূরণ সহ প্রদান করতে হবে, সরকারি নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্তদের উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।

শ্রমিক কর্মচারীরা বলেন আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ২০১৪ জুন হতে চলিত ২০২২ সাল পর্যন্ত অবসর গ্রহণকারী কর্মচারীদের পাওনাদী টাকা আজ পর্যন্ত পরিশোধ করা হচ্ছে না।

বর্তমান ঠাকুরগাঁও চিনিকলে ১৭৪ জননের পাওনা টাকা প্রদান না করায় তারা বর্তমান মানবেতর জীবন যাপন করে আসছে।

তারা আরো বলেন তাদের দাবি মেনে না নিলে আরো কঠোরভাবে আন্দোলন করা হবে।

বক্তব্য শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

এরপর ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান কবির ও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের হাতে দাবি সমূহ নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। জার্নাল আই ২৪ |
themesba-lates1749691102