মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বাসন্তী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা প্রদান ও অসৌজন্যমুলক আচারণ ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড বরাদ্দে দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁওয়ে কলম কথা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলে জাতীয় শিশু দিবস পালন প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা ঠাকুরগাঁওয়ে দু’লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলায় তালবীজ রোপন কর্মসূচী উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • হালনাগাদ সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৪০ বার

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে ঠাকুরগাঁও জেলায় তালবীজ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। মঙ্গলবার সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।

জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, সালন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সালন্দর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুস সাত্তার, পাবনা সুবজায়ন প্রকল্পের জেলা প্রশাসনের স্বে”ছাসেবক মো: কামাল হোসেন প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২টি করে তাল গাছের চারা প্রদান করেন অতিথিরা। পরে বিদ্যালয়ের পেছনে ২টি চারা রোপন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তব্যে প্রধান অতিথি জানান, ঠাকুরগাঁও জেলায় পর্যায়ক্রমে ২ লক্ষাধিক তাল গাছের চারা রোপন করা হবে। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে ও রোপনকৃত চারাগুলি বড় না হওয়া পর্যন্ত দেখাশুনা করার ব্যবস্থা গ্রহন করা, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশপাশি প্রত্যেকের বাড়িতে কমপক্ষে ২টি করে তালগাছের চারা রোপনের জন্য আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। জার্নাল আই ২৪ |
themesba-lates1749691102