বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড বরাদ্দে দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁওয়ে কলম কথা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলে জাতীয় শিশু দিবস পালন প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা ঠাকুরগাঁওয়ে দু’লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-৩ আসনে লাঙ্গল বিজয়ী ঠাকুরগাঁও ব্লাড ডোনেশন ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি জয় সম্পাদক মুন্না দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মির্জা ফখরুল

জয় মহন্ত অলক
  • হালনাগাদ সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯০ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

একটি উপনির্বাচন জাতীয় সংসদের সমস্ত শক্তি নিয়োগ করেও সেখানে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে না পারার কারণে নিজেরাই তারা এই নির্বাচনকে বন্ধ করে দিয়েছে।

এটা আমরা যে কথাটি বলে আসছি তার সত্যতা প্রমাণিত বর্তমান নির্বাচন নিয়ে কি হলো না হলো সেটা নিয়ে আমাদের কোন আগ্রহ নেই।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন আমাদের আগ্রহ শুধু একটাতেই শুধু নির্বাচন সিস্টেম নয় নির্বাচন ব্যবস্থা নয় সমগ্র দেশকে যারা আজকে বিপদ-আপন্ন করে ফেলেছে গণতন্ত্রকে যারা হরণ করেছে রাষ্ট্রকে যারা আজকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছে তাদেরকে সরিয়ে একটা সত্যিকার অর্থেই একটা তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনী একটা নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে একমাত্র পথ বলে আমরা মনে করি। সে কারণেই আমরা আমাদের আন্দোলন শুরু করেছি।

এছাড়াও মির্জা ফখরুল আরও বলেন এই দেশে যদি সামনে দুর্ভিক্ষ হয় তাহলে প্রধানমন্ত্রী আছেন কেন? সেই দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার। উনি যখন বলেছেন যে দুর্ভিক্ষ হবে আপনারা পানি কম খান, খাবার কম খান, গ্যাস কম চালান, বিদ্যুৎ কম জ্বালান তাহলে তো ওনার কোন প্রধানমন্ত্রী থাকার আর প্রয়োজন নেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ -সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, কোষাধক্ষ্য শরিফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুবদলের সভাপতি আবুনুর চৌধুরীসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। জার্নাল আই ২৪ |
themesba-lates1749691102