মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বাসন্তী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা প্রদান ও অসৌজন্যমুলক আচারণ ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড বরাদ্দে দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁওয়ে কলম কথা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলে জাতীয় শিশু দিবস পালন প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা ঠাকুরগাঁওয়ে দু’লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জমির ধান কাটতে গিয়ে হামলার শিকার,আহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • হালনাগাদ সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১০৬ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি এলাকায় জমির ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন একটি পরিবার। আর এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এব্যাপারে আব্দুর রশিদ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানাগেছে,ক্রয় সূত্রে জমির মালিক হয়ে রশিদ ও তার পরিবার বাড়ির পাশেই জমি ভোগ-দখল করে আসছে। সম্প্রতি সেই জমিতে ধান লাগানো হয়েছে।ধান পাকলে শনিবার সকালে তারা জমির ধান কাটতে যায়। এসময় ঐ এলাকার মজির উদ্দীনের ছেলে জবায়দুর,মমিনুল,রশিদুলসহ ২০/২৫ জন লাঠিসোঁটা, কোপদা,শাবলসহ তাদের উপর হামলা চালায়। এসময় মুসলিমুর রহমানের ছেলে রশিদকে মারতে থাকলে তার মা জরিনা বেগম এগিয়ে গেলে তাকে মারধর ও শ্লীলতাহানি করে। সেখানে রশিদের বোন জামাই খাসিউর রহমান এগিয়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয় ও এলোপাতাড়ি মারধর করে। অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার প্রেক্ষিতে রশিদ বাদী হয়ে ৯জনকে আসামী ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএফ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। জার্নাল আই ২৪ |
themesba-lates1749691102