শ্রী শ্রী চৌদ্দহাত কালী মাতার বাৎসরিক পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে সদর উপজেলার গড়েয়া রোড চৌদ্দহাত কালিতলা মন্দির প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মন্দির কমিটির সভাপতি জগেন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ১ আসনের সংসদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন শীল গোপাল এমপি, এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ১২ নং সালন্দর ইউনিয়ন চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন, চৌদ্দহাত কালী মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক রিংকু রায় সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন ধর্মীয় কাজগুলোতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
সারা বাংলাদেশে যে আজ উন্নয়নের জোয়ার বইছে যার হাত ধরে আজ দেশে প্রত্যেকটি জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত উন্নয়ন করে যাচ্ছেন তিনি।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।