শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড বরাদ্দে দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁওয়ে কলম কথা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলে জাতীয় শিশু দিবস পালন প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা ঠাকুরগাঁওয়ে দু’লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-৩ আসনে লাঙ্গল বিজয়ী ঠাকুরগাঁও ব্লাড ডোনেশন ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি জয় সম্পাদক মুন্না দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শাকিল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন (ভিডিওসহ)

জয় মহন্ত অলক
  • হালনাগাদ সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৩৬ বার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর উপজেলার ভানোর ইউনিয়নের মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল আহম্মেদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্যজীবীলীগ ও এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহর চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনিসুজ্জামান রুবেল,
নিহত শাকিলের স্ত্রী কাকলী আক্তার,শাকিলের বড় ভাই সাঈদ আলম, চাচা রমজান আলী,কুতব আলী, আমিনুল ইসলাম সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, ভিডিওতে দেখা যায় কিভাবে সন্ত্রাসীরা শাকিলকে পিটিয়ে মেরেছে। অথচ আজ পর্যন্ত প্রশাসন এজাহার ভুক্ত আসামীদের ধরছেনা।

নিহত মৎসজীবিলীগ নেতা শাকিলের বড় ভাই ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ আলম বলেন, এখন রাত হলেই আমাদের বাড়ির টিনের চালে ইট পড়ে। গেটে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। মুঠোফোনে সন্ত্রাসীরা হুমকি দেয় যা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বক্তারা প্রধান আসামী চেয়ারম্যান রফিকুল সহ প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

উল্লেখ্য ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয় মৎস্যজীবিলীগ নেতা শাকিল আহমদে গুরুতর আহত হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচীতে ভানোর ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেয়।

ভিডিওটি দেখতে ছবিতে ক্লিক করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। জার্নাল আই ২৪ |
themesba-lates1749691102