নানা আয়োজনের মধ্য দিয়ে আল-হাসানাহ্ কিন্ডারগার্টেন স্কুল এর ঠাকুরগাঁও শাখার চতুর্থ বর্ষে দর্পণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পশ্চিম গোয়ালপাড়া স্কুলের মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আল-হাসানাহ্ কিন্ডারগার্টেন স্কুলএর অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ইত্তাশাম উলহক এর সভাপতিত্বে এই সময়ে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, মামুন, সাবেক ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু, এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ দোয়াবর রহমান, জুয়েল ইসলাম শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্র-ছাত্রীসহ অভিভাবকগণ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠানটির শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা কারিদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।