মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বাসন্তী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা প্রদান ও অসৌজন্যমুলক আচারণ ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড বরাদ্দে দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁওয়ে কলম কথা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঠাকুরগাঁওয়ে ডোমিনো স্কুলে জাতীয় শিশু দিবস পালন প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা ঠাকুরগাঁওয়ে দু’লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মিথ্যে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • হালনাগাদ সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ বার

ঠাকুরগাঁও থেকে প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল ‘ ঠাকুরগাঁও ২৪ নিউজপেপারের সম্পাদক ও প্রকাশক আবুল হাসানের ওপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। গত ৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকায় বিভিন্ন জায়গায় জুয়ার আসর, মাদকের আসর প্রকাশ্যে মাদক বিক্রয় করা হয়। এমন তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়া লেখার কারণে এই হামলা চালানো হয় পরে মিথ্যে ও বানোয়াট মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আবুল হাসান বলেন, গত ৪ অক্টোবর আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মিজানুর রহমান শানু নামে এক যুবক ডাক দেন আমাকে আমি বেরিয়ে এসে তার সামনে দাঁড়াতে পেছন থেকে অতর্কিতভাবে বারেক নামে একজন সন্ত্রাসী হামলা চালায় হামলার ফলে আমি প্রায় সেন্সলেস হয়ে পরি। ফলে আমার কাছে থাকা আমার প্রতিষ্ঠানের প্রায় দেড় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।

পরে শতাধিক মানুষের সামনে সোহাগ, ফরিদুল, দুলাল, সবুজ, একরামুল, সাইফুল,সোহেল,সপন, আউয়াল সহ অজ্ঞাত আরো ৪-৫ জন আমার উপর সন্ত্রাসী হামলার চালানোর পরেও ক্ষ্যন্ত হননি। পরে একটি ঘরের বন্দী করে পুনরায় আমাকে মারধর করে রক্তাক্ত করা হয়।

এমত অবস্থায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় আসার পর জানতে পারি যে আমার নামে একটি নারী-শিশু আইনে মামলা দিয়েছেন বাবলু নামে এক ব্যক্তি।

মামলায় উল্লেখিত রয়েছে যে গত ২ অক্টোবর দিবাগত রাত নয়টার সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনাটি ঘটিয়েছি যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি আরও বলেন, সেদিন আনুমানিক রাত ৯ দিকে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গিয়েছিলাম যার সাক্ষী ও ডকুমেন্ট আমার কাছে রয়েছে।

এই অতর্কিত সন্ত্রাসী হামলা, মিথ্যে ও বানোয়াট মামলার তীব্র নিন্দা ও খুব প্রকাশ করেন ঠাকুরগাঁও জেলার তৃণমূল পর্যায়ের গণমাধ্যম কর্মীগণ। তার সাথে জোর দাবি জানান এই আতর্কিত সন্ত্রাসী হামলা, মিথ্যে ও বানোয়াট মামলা কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

আরএফ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। জার্নাল আই ২৪ |
themesba-lates1749691102