মাগুরায় ট্রাকচাপায় সদর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।
সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভায়না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম মাগুরা সদরের নরসিংহাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি শহরের ভায়না চোপদারপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, মোটরসাইকেল আরোহী শহরের কলেজ রোড দিয়ে ভায়নার দিকে যাচ্ছিলেন, একই সময় ঝিনাইদহের দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।