চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।
তিনি জানান, সোমবার রাতে দামুড়হুদার মুন্সিপুর সীমান্তের ৯৩নং মেন পিলারের কাছে নিয়মিত টহল দিচ্ছিল বিজিবি সদস্যরা। ওই সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করলে বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে বাংলাদেশি ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের ও জব্দকৃত টাকা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।