স্বাধীনতার ঘোষক মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুর করিম, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্মসাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনানসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমান বীর-উত্তমের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।