শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা” স্লোগান কে সামনে রেখে ১২ তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২২-২০২৩ -এর ৫ম ধাপে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ -২০১৭’ জয়ী সেচ্ছাসেবী সংগঠন ‘আইপজিটিভ’।
উত্তরবঙ্গের কনকনে শীতে প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মাঝে একটু উষ্ণতার ভালোবাসা ছড়িয়ে দিতে দীর্ঘ ১২ বছর থেকে কাজ করে যাচ্ছে আইপজিটিভ নামের এই সংগঠনটি।
আইপজিটিভ এর উদ্যোগে কমার্সিয়াল ব্যাংক অফ সিলন-এর পৃষ্ঠপোষকতায় ৫ম ধাপের এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ২৮ই জানুয়ারি ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের শীর্তাত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, হরিপুর উপজেলা আওয়ামী লীগ -এর সাধারণ সম্পাদক এস এম আলমগীর, হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, ৩নং বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুব্রত ভৌমিক মিলন, আইপজিটিভ এর প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ, আইপজিটিভ- এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান জাহিদ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তারেক সহ অন্যান্যরা।
প্রচন্ড শীতেও সংগঠনের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের প্রতি অসংখ্য ভালোবাসা প্রকাশ করেছে সংগঠনের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ তিনি জানান, আইপজিটিভ এর সাথে যারা সহযোগী হিসেবে যুক্ত হয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, সকলের সহযোগিতায় আমরা জেলার তৃণমূল পর্যায়েও বিতরণ করছি। আমরা সকলের সহযোগিতায় উত্তরবঙ্গের সকল শীতার্ত মানুষের কাছে উষ্ণতা পৌঁছে দিতে চাই।”
এদিকে আইপজিটিভ-এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান জাহিদ জানান এবার শীতের তীব্রতা শুরু পূর্বেই আমাদের ১২তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২২-২০২৩ শুরু করি। আমরা এবার ১ম,২য়, ৩য় ও ৪র্থ ধাপে দুই হাজারেরও অধিক এবং আজ ৫ম ধাপে ৫০০ টি এখন পর্যন্ত আড়াই হাজারেরও অধিক কম্বল বিতরণ করেছি। পাশাপাশি বাচ্চাদের হুডি,মহিলাদের শোয়েটার লেপ শীতবস্ত্র বিতরণ করা হয়।
২০১১ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি সামাজিক উন্নয়নে অবদান রাখায় ২০১৭ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
জয়/আরএফ