ঠাকুরগাঁও-৩ উপ-নির্বাচনের রাণীশংকৈল-পীরগঞ্জ আসনের ১২৮ কেন্দ্রের ফলাফল জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।
বুধবার (১ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংদের ৫ ঠাকুরগাঁও-৩ দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. মমিনুর আলম বে-সরকারি ভাবে বিজয়ী হাফিজ উদ্দিন আহমেদের নাম বিষয়টি নিশ্চিত করে ভোটের ফলাফল জানান।
মোট ১২৮ টি কেন্দ্রের ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে জয়ী জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হাফিজউদ্দীন আহমেদ (লাঙ্গল) প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একতারা প্রতীকের গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) ভোট পেয়েছেন ৫০৩০৯ ভোট।
জেলা নির্বাচন অফিসে তথ্য মতে, বুধবার (১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ১২৮টি ভোট কেন্দ্রে ভোট
শুরু হয় ও বিকাল সাড়ে ৪ টায় শেষ হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।